সিলেট প্রতিনিধি:
আধ্যাত্মিক রাজধানী সিলেটের ঐতিহ্যবাহী দারুল উলুম জামিয়া গহরপুর-এর দুই গুণী শিক্ষক এবছর শিক্ষকতার মহৎ পেশায় অর্ধশত বছর পূর্ণ করেছেন। একই প্রতিষ্ঠানে টানা পাঁচ দশক ধরে শিক্ষা ও গবেষণায় অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে জামিয়া গহরপুর আজ (৪ ডিসেম্বর) আয়োজন করতে যাচ্ছে “পথিকৃৎ শিক্ষক সম্মাননা” অনুষ্ঠান।
একই প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে পঞ্চাশ বছর শিক্ষকতা করা উপমহাদেশের ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা। প্রখ্যাত শায়খুল হাদীস, বরেণ্য বুযুর্গ আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী (রাহি.) রেখে যাওয়া ‘নূরের বাগান’ জামিয়া গহরপুরে এই অসাধারণ অর্জনের স্বাক্ষর রেখেছেন দুই কীর্তিমান শিক্ষক। আসমানী জ্ঞানের আলো শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়ে দীর্ঘ পাঁচ যুগে তারা গড়ে তুলেছেন অসংখ্য আলেম, হাফিজ ও গবেষক।
অনুষ্ঠিতব্য এই বর্ণাঢ্য আয়োজনকে ঘিরে জামিয়া ক্যাম্পাসে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল আল্লামা সায়্যিদ আযহার মাদানী এবং কিংবদন্তী লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। এছাড়া সম্মানিত শিক্ষকদের প্রবীণ শাগরেদ, শুভানুধ্যায়ী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে উঠবে প্রাণবন্ত ও স্মরণীয়।
জামিয়া গহরপুর কর্তৃপক্ষ জানান, প্রতিষ্ঠানটির ইতিহাসে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। অর্ধশতাব্দীর অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও খেদমতের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা প্রদান করা হচ্ছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.