লাবীব হুমায়দী, স্টাফ রিপোর্টার:
হাদিসশাস্ত্রের প্রখ্যাত আলেম, শায়খুল হাদীস আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরী হাফিজাহুল্লাহর সহিহ বুখারি শরিফের দরস প্রদানের সুদীর্ঘ ৫৪ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিলেটের সুলতানপুর মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মহাসংবর্ধনা অনুষ্ঠান। তার দীর্ঘ ইলমি খিদমতকে স্বীকৃতি জানাতে শাগরেদ ও শুভাকাঙ্ক্ষীদের এই উদ্যোগ ইতোমধ্যেই দেশব্যাপী আলেমসমাজ ও ছাত্রদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রায় ৬২ বছর ধরে হাদিস শিক্ষার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আল্লামা কিয়ামপুরী হাফিজাহুল্লাহ দেশের বিভিন্ন মাদরাসায় অসংখ্য ছাত্র তৈরি করেছেন, যারা বর্তমানে শায়খুল হাদীস, মুহাদ্দিস, মুফতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত। তার ইলমি যোগ্যতা, নিষ্ঠা ও বিনয় তাকে আলেমসমাজের কাছে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
আয়োজকদের মতে, আগামীকালের এই সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ছাত্র-শাগরেদ, আলেম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীরা সমবেত হবেন। শীর্ষ শায়খুল হাদীস, মুহতামিম ও বরেণ্য আলেমগণও উপস্থিত থেকে আল্লামা কিয়ামপুরীর ইলমি অবদান ও বুখারি দরসের বৈশিষ্ট্য তুলে ধরবেন।
অনুষ্ঠানটি ঘিরে সুলতানপুর মাদরাসা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। হাদিসশাস্ত্র ও ইলমে দীন চর্চার প্রতি তিনি যে অটল নিষ্ঠা বজায় রেখেছেন, তারই একটি বিশেষ স্বীকৃতি হিসেবে এই আয়োজনটিকে দেখা হচ্ছে। আয়োজকরা বলেন, “শায়খের দরসে বুখারীর ৫৪তম বর্ষপূর্তি শুধু একটি ব্যক্তিগত অর্জন নয়; বরং এটি বাংলাদেশে দীনী শিক্ষার অগ্রগতি ও ধারাবাহিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
দেশের বিভিন্ন অঞ্চলের আলেম ও ছাত্ররা ইতোমধ্যে বিভিন্নভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলমান বুখারির এই নূরানী দরসকে কেন্দ্র করে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি হবে এক মিলনমেলা, যেখানে শায়খ ও তার শাগরেদদের সাথে ইলমি স্মৃতিচারণ, দোয়া ও মঙ্গল কামনায় পরিপূর্ণ একটি তাৎপর্যপূর্ণ দিন অতিবাহিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.