স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়া সত্ত্বেও আজ পুনরুদ্ধার ও উন্নতির পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, “গতিশীলতা ও আদর্শিক নেতৃত্ব থাকলে যেকোনো জাতি প্রতিকূলতা অতিক্রম করে উন্নতির শিখরে পৌঁছাতে পারে—আফগানিস্তান তার বাস্তব উদাহরণ।”
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জামিয়া মাদানিয়া শেখবাড়ী মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “পরাশক্তির বিরুদ্ধে দুই দশক লড়াই করে স্বাধীনতা অর্জন করেছে আফগানিস্তান। সেখানে নেতৃত্ব দিচ্ছেন মোল্লারা। অথচ আমাদের সমাজে অনেকেই মোল্লাদের অবজ্ঞার চোখে দেখেন। কিন্তু আফগানিস্তানের উন্নয়ন প্রমাণ করে—যোগ্য নেতৃত্ব থাকলে মোল্লাদের হাতেও একটি দেশ উন্নয়নশীল হতে পারে।”
বাংলাদেশের ভবিষ্যৎ পথনির্ধারণেও জনগণকে সিদ্ধান্ত নিতে হবে জানিয়ে মামুনুল হক বলেন, “আগামীর বাংলাদেশ হবে মোল্লাদের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ।”
মামুনুল হক আরও বলেন, “এই জমিনে আরও একটি অভ্যুত্থান প্রয়োজন, আরও একটি বিপ্লব প্রয়োজন। আর সেটা শুধু ফ্যাসিবাদ বিরোধী কিংবা কোন দলের বিরুদ্ধে নয়, সেটি হবে ইসলামের জন্য, আল্লাহর জন্য। সেই বিপ্লবের ময়দানে জীবন দিতে হলে কাপনের কাফন বেঁধে শহীদি তামান্নায় প্রস্তুত আছি।”
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, বরুণার পীর ও শেখাবাড়ি মাদরাসার মুহতামিম মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে আরও বক্তব্য দেন আল্লামা হুসাইন আহমদ পালনপুরী (ভারত), আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, আল্লামা নুরুল ইসলাম খান, মাওলানা ওলীউর রহমান বর্ণভী, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা শেখ নূরে আলম হামিদী প্রমুখ।
দেশ-বিদেশের বিশিষ্ট উলামায়ে কেরামের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে শুক্রবার সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো আলেম-ওলামা, ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিরা যোগ দেন।
শেষ রাতে বরুণার পীর মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীর আল্লাহর জিকির ও হৃদয়গ্রাহী মোনাজাতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম সমাপ্ত হয়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.