আবাবিল সাংস্কৃতিক ফোরামের ১০ বছর পূর্তি উদযাপন আজ

স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের জেলা শিল্পকলা একাডেমিতে আজ (৭ ডিসেম্বর, রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে আবাবিল সাংস্কৃতিক ফোরামের ১০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন “হৃদয়ের মাহফিল ২০২৫”। দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এই মাহফিল অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটি পরিচালনা করবেন আবাবিলের পরিচালক শাহ মিসবাহ। এছাড়া তিলাওয়াত পেশ করবেন কারী জিয়াউল হক নাসেহ; নাশিদ পরিবেশনায় থাকবেন কলরবের জনপ্রিয় নাশিদ শিল্পী আহমদ আব্দুল্লাহ, আবু রায়হান এবং আবাবিল টিম।
অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শায়ের নূরে আলম হামিদী।
নসিহত পেশ করবেন— হাফেজ মাওলানা ওলীউর রহমান বর্ণভী, বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ।
বিষয় ভিত্তিক আলোচনা অংশ নিবেন— শায়খ মুসা আল হাফিজ, আসিফ মাহমুদ উৎসব, মাওলানা আব্দুল্লাহ আল মানসুর, মোল্লা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ, মুফতি এহসান বিন মুজাহির।
সভাপতিত্ব করবেন আবাবিলের চেয়ারম্যান মাওলানা লুৎফুর রহমান শিপন।
অনুষ্ঠানে আইটি প্রেজেন্টেশন নিয়ে প্রশিক্ষণ দিবেন মাওলানা ইনাম বিন সিদ্দিক।
আবাবিল সাংস্কৃতিক ফোরাম জানিয়েছে, প্রতিষ্ঠানটির দীর্ঘ ১০ বছরের যাত্রাকে স্মরণীয় করে রাখতে এবারের আয়োজন বিশেষ তাৎপর্য বহন করবে। তারা সাংস্কৃতিক ও নৈতিক উন্নয়নমুখী কার্যক্রমকে আরও বেগবান করতে সবার সহযোগিতা কামনা করেছেন।
আবাবিলের পরিচালক মাওলানা শাহ মিসবাহ জানান, ইতোমধ্যে আমাদের আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বেলা ২টা থেকে যথারীতি অনুষ্ঠান শুরু হবে ইনশাআল্লাহ। আলোচক, অতিথি ও নাশিদ শিল্পীরাও যথাসময়ে উপস্থিত হবেন।
আবাবিলের আজকের এই আয়োজনে অংশ নিতে ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারীদের আগমন শুরু হয়েছে বলে জানা গেছে।

















