শিরোনাম :
বিজ্ঞপ্তি :
আমার রাসুল মুহাম্মাদ

~হাসান মাহমুদ
ঠোঁটে ঠোঁটে দুরূদের জপ ডালে ডালে বুলবুল
কোরাস গাইছে পাখি ধন্য মদিনার রাসুল।
ফুটিক্ষেত পার হয়ে দেখা যায় ওই দূর গায়—
মদিনার আশিক রাসুলের প্রেমে যায় হেঁটে যায়!
না দেখে রাসুলের দ্বীন আমরা করেছি কবুল।
হেরার ধ্যানে হৃদয়ের জপ শুধু রাসুল রাসুল—
তিমির-নিকষ কালো রাতে আলো ফোটে
দুরূদের নজরানা বিশ্বাসী মানুষের ঠোঁটে ঠোঁটে!
কাউসারের সাকি প্রেমাস্পদ তুমি হৃদয়ের মূল
হেরার ধ্যানে হৃদয়ের জপ শুধু রাসুল রাসুল—
বাংলার প্রান্তর তোমার দুরূদে আছে মশগুল
আমাদের দুরূদের এ নজরানা করো মকবুল।
তুমি জ্যোতির্ময় নবি মরুসাহারার নিখুঁত ফুল;
হেরার ধ্যানে হৃদয়ের জপ শুধু রাসুল রাসুল—
তোমার তিরোধানে কাঁদে আকাশ ও সিতারা
চৌদ্দ শতাব্দীর মর্মে আজও যে দিচ্ছে নাড়া—
যেন বিরহ ছুটছে দৌড়ে আজও মরুর দুলদুল!
হেরার ধ্যানে হৃদয়ের জপ শুধু রাসুল রাসুল—























