সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলেমদের নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদে ফুঁসে উঠেছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার সর্বস্থরের তাওহীদি জনতা।
জানা যায়, জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আনফর আলীর বড় ছেলে আয়নুল হক দেশের প্রখ্যাত আলেমদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ফেসবুক স্ট্যাটাস করায় কয়েক দিন হতে বিভিন্ন হমল থেকে প্রতিবাদের ঝড় উঠার পরও কটুক্তিকারী আইনুল ক্ষমা না চাওয়ায় বুধবার (১১ জুন) বাদ আসর জুড়ী নাইট চৌমূহনীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জুড়ী উপজেলার সর্বস্তরের তাওহীদি জনতা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশ বরেণ্য আলেমরা যখন হজ্জ পালন করতে পবিত্র মক্কা নগরীতে একত্রে অবস্থান করছেন তখন তার এধরনের আক্রমণাত্মক কটুক্তি তাওহীদি জনতার হৃদয়ে আঘাত করছে। অনতিবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে, অন্যতায় আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
উল্লেখ্য, "গত ৪ জুন আয়নুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে শয়তানের ইমোজি দিয়ে একটি ছবি শেয়ার করে লিখেন, ইবলিশ সহ সকল শয়তান একসাথে। আল্লাহর দ্বীন ও ইসলামকে এই শয়তানদের হাত থেকে আল্লাহ হেফাজত করুন। আমিন।"
আয়নুল ফেসবুকে যে ছবি শেয়ার করেছেন সেটি হলো পবিত্র হজ্জ পালন করতে গিয়ে বাংলাদেশের খ্যাতিনামা আলেমগণ একসাথে পবিত্র মক্কা নগরীর একটি ঘরে বসে আছেন। ছবিতে দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ, হেফাজতের মাওলানা মামুনুল হক, মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ ও টেকের হাটের পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী সহ দেশের খ্যাতিনামা আলেমগণ একসাথে বসা ছিলেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.