উম্মে নাবহান
নাম তার রাবেয়া খাতুন। একটি মফস্বল শহরের এক সাধারণ ঘরের গৃহবধূ। স্বামী ছিল ছোটখাটো চাকরিজীবী, সংসার চলত টানাটানিতে। কিন্তু হঠাৎ একদিন স্বামীটা দুর্ঘটনায় মারা গেল। তখন রাবেয়ার বয়স মাত্র ৩২, কোলে তিন বছরের এক ছেলে আর স্কুলপড়ুয়া মেয়ে।
সবার মুখের একটাই কথা ছিল, “এই মেয়ে তো শেষ!”
কেউ বলেছিল, “বাচ্চাদের অনাথ আশ্রমে দিয়ে দিক।”
কেউবা পরামর্শ দিল, “আরেকটা বিয়ে করে ফেলুক।”
কিন্তু রাবেয়া হার মানেনি। সকালে মানুষের বাসায় বাসায় কাজ করত—ঝি-এর কাজ, দুপুরে স্কুলে খিচুড়ি রান্না করত, রাতে এক টিউশনি নিত। এক টাকাও নিজের জন্য খরচ করত না। মেয়েকে স্কুলে ভর্তি রাখল, ছেলেকে নিজের হাতে মানুষ করল।
দিনে দিনে মেয়েটা কলেজে উঠল, ছেলেটা ক্লাসে প্রথম হতো। প্রতিবেশীরা এখন আর তাকে “অসহায় বিধবা” বলে না, বলে—“আশ্চর্য এক মেয়ে, শক্তির প্রতিমূর্তি।”
বছর দশেক পর মেয়েটা সরকারি চাকরিতে ঢুকল, ছেলেটা পড়তে গেল বিশ্ববিদ্যালয়ে। রাবেয়ার চোখে পানি এল, কিন্তু মুখে হাসি।
সে বলল, “আমি তো কেবল মা ছিলাম, নিজের স্বপ্ন কখনো দেখিনি। ওরা আজ আমার স্বপ্ন হয়ে উঠেছে।”
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.