ইসরায়েল না থামলে পাকিস্তান পারমাণবিক হামলা চালাবে: দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল উত্তেজনা যখন বাড়ছে, তখন ইরানের অভিজাত বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করে, তবে পাকিস্তান ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা চালাবে।
ইরানি টেলিভিশনে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন জেনারেল মোহসেন রেজায়ি। খবর এনডিটিভি।
রেভল্যুশনারি গার্ড কর্পসের (IRGC) সিনিয়র অফিসার এবং ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য রেজায়ি বলেন, ‘পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যে, যদি ইসরায়েল আমাদের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করে, তাহলে তারা (পাকিস্তান) ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা চালাবে।’
রেজায়ি আরও বলেন, পাকিস্তান ইরানের পাশে থাকার অঙ্গীকার করেছে এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। ২০২৪ সালের শুরুতে ইরান-পাকিস্তানের মধ্যে হওয়া ক্ষেপণাস্ত্র বিনিময়ের পর দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যাচ্ছে।
তেহরানের কিছু গোপন সক্ষমতা রয়েছে, যা এখনও বিশ্ববাসীর সামনে প্রকাশ পায়নি বলেও দাবি করেন তিনি। তবে পাকিস্তানি কর্মকর্তারা এই দাবি অস্বীকার করেছেন। তবে ভিডিওটি এনডিটিভির পক্ষ থেকে যাচাই করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।
বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ক্ষেপণাস্ত্র বিনিময়ে মোট ২৪৮ জনের মৃত্যু হয়েছে (ইরানে ২৩০ জন এবং ইসরায়েলে ১৮ জন)।
আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ প্রচার সংস্থার (ICAN) মতে, ইসরায়েল ও পাকিস্তান হলো সেই নয়টি দেশের মধ্যে দুটি, যারা বর্তমানে পারমাণবিক অস্ত্রের মালিক।
ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি, তবে দেশটি ইরানকে সমর্থন দিয়েছে, যেখানে ইসরায়েলকে পশ্চিমা বিশ্ব সমর্থন দিয়ে আসছে।
অন্যদিকে, বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যের এই দুই যুদ্ধরত দেশের মধ্যে একটি সমঝোতা করানোর চেষ্টা করছেন।
জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর গতকাল সবচেয়ে কঠোর হুঁশিয়ারিতে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, ‘যদি ইরান যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে, তবে মার্কিন সেনাবাহিনীর পূর্ণ শক্তি এমনভাবে তাদের ওপর নেমে আসবে, যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।’
এদিকে, যুক্তরাষ্ট্রের অস্ত্র বাজারে গুরুত্বপূর্ণ অংশীদার পাকিস্তান ইসরায়েলের পারমাণবিক ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক অনলাইন পোস্টে বলেন, ‘ইসরায়েলের মাধ্যমে যে সংঘাত তৈরি হচ্ছে, তা নিয়ে পশ্চিমা বিশ্বের চিন্তা করা উচিত। এটি পুরো অঞ্চল এবং এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে; তারা একটি ‘দুষ্ট’ রাষ্ট্র ইসরায়েলকে যেভাবে পৃষ্ঠপোষকতা করছে, তার ভয়াবহ পরিণতি হতে পারে।’

























