ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ইফা শিক্ষকদের মানববন্ধন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা পরিচালনা ও শিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক কর্মচারীদের ৩ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫) সকালে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক পরিষদের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে দাবি আদায়ে ইসলামিক ফাউন্ডেশনের ডিজির মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা পরিচালনা ও শিক্ষা কার্যক্রম সুসংহতকরণ শীর্ষক প্রকল্পটি ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়ন করে আসছে। প্রকল্পটি ২০২০ সাল থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে গত ৩১ ডিসেম্বর ২০২৪ সালে ১ম পর্যায় সফলভাবে সমাপ্ত হয়েছে। এরপর চলতি বছরের ১ জানিুয়ারি থেকে প্রকল্পের শিক্ষা কার্যক্রম চালু করার লক্ষ্যে সরকারি অর্থায়নে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবই ও শিক্ষা সহায়ক উপকরণ মুদ্রণ ও সরবরাহ করা হয় এবং কর্তৃপক্ষের নির্দেশনায় আলোকে ৪র্থ শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।
মানববন্ধনে শিক্ষকরা দাবি করেন, বিভিন্ন সময় অন্তবর্তীকালীন সরকারের দায়িত্বশীল, মন্ত্রণালয় ও ইফার কর্মকর্তাগণ প্রকল্পের বিদ্যমান জনবলকে রাজস্বখাতে স্থানান্তরের আশ্বাস দেন। কিন্তু সেই আশ্বাসের কোন অগ্রগতি নেই। অপরদিকে শিক্ষা কার্যক্রম ৪র্থ শ্রেণী থেকে ২ শ্রেণীতে নামানোর চেষ্টা করা হচ্ছে। এতে শিক্ষকদের মাঝে হতাশা বিরাজ করছে। গত ঈদুল ফিতরেও প্রকল্পের শিক্ষক, কর্মচারীরা বেতন-ভাতা পাননি। বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে সবাই মানবেতর জীবনযাপন করছেন। পবিত্র ঈদুল আজহার পূর্বে বেতন-ভাতা প্রদান করা না হলে সারাদেশে সরকারের ভাবমর্যাদা ক্ষুন্ন হবে।
স্মারকলিপিতে জানুয়ারি-২০২৫ সালে জানুয়ারি হতে প্রকল্প অনুমোদন এবং ঈদুল আজহার পূর্বেই বকেয়া বেতন ভাতা পরিশোধ; প্রকল্পের কার্যক্রম প্রাক প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণী পর্যন্ত উন্নিত করা; প্রকল্পে বিদ্যমান জনবলকে স্কেলভূক্ত করে সরকারি প্রাইমারি স্কুলের মতো সম্মানী-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানানো হয়।

























