মৌলভীবাজারের কুলাউড়ায় অনুষ্ঠিত হলো উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।
সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, বাজার ব্যবস্থাপনা, যানজট নিরসন এবং জনসচেতনতা বিষয়ক নানা পরিকল্পনা গৃহীত হয়।
ইউএনও জানান, শহরের ফুটপাত দখল উচ্ছেদ অভিযান ঈদের আগেই পরিচালিত হবে এবং পরে সিএনজি চালকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। তিনি শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে ব্যবসায়ী ও নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
সভায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠপর্যায়ে নজরদারি ও নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দেওয়া হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কুলাউড়ায় একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন ইউএনও।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.