অনলাইন ডেস্ক:
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং মাদরাসা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। গত ১৫ বছরে ফলাফলে এতটা ধস নামেনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এ ফল প্রকাশ করা হয়। এর মধ্যে রয়েছে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড— ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহের পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। প্রতিটি বোর্ড নিজস্ব ব্যবস্থাপনায় ফলাফল প্রকাশ করেছে।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯.৪০ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.৮৬ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৫০.২০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৬২.৫৭ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৭.৪৯ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৫৪ শতাংশ। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২.৬৭ শতাংশ, মাদরাসা শিক্ষা বোর্ড পাসের হার ৭৫.৬১ শতাংশ।
শিক্ষার্থীরা তিনটি উপায়ে ফল জানতে পারবে। অনলাইনে ফল দেখতে হলে শিক্ষার্থীদের www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার নাম, বোর্ড, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তথ্য পূরণ করতে হবে। এছাড়া, মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে— HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫— এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন: HSC DHA 123456 2025। এছাড়া, শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষাকেন্দ্র থেকেও ফল জানতে পারবে।
ফল প্রকাশের পর যারা নিজের প্রাপ্ত ফলাফলে সন্তুষ্ট নন, তারা ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এই আবেদন করা যাবে, নির্ধারিত ওয়েবসাইট https://rescrutiny.eduboardresults.gov.bd গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোনো শিক্ষাবোর্ড বা প্রতিষ্ঠান সরাসরি আবেদন গ্রহণ করবে না।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.