এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ প্রতিনিধি :
ওমানে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাসুম আহমেদ (২৮) নামের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত মাসুম কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার গ্রামের ফরিদ মিয়ার ছেলে। জীবিকার তাগিদে প্রায় এক বছর আগে ওমানে যান তিনি। সেখানে রঙের কাজ করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাসুম। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাসুমের মৃত্যুসংবাদ দেশে পৌঁছালে গ্রামে নেমে আসে শোকের ছায়া। একমাত্র ছেলেকে হারিয়ে শোকাহত বাবা-মা অজ্ঞান হয়ে পড়ছেন বারবার। পাশে স্ত্রীর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো বাড়ি। চার বছরের অবুঝ সন্তান তাকিয়ে আছে সবার মুখের দিকে— বুঝে উঠতে পারছে না কী ঘটেছে।
মাসুমের বাবা ফরিদ মিয়া বলেন, “আমরা বেঁচে আছি অথচ আমার একমাত্র ছেলেকে আল্লাহ নিয়ে গেলেন।” তিনি ছেলের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।
স্থানীয়দের ভাষ্য, পরিশ্রমী ও ভদ্র স্বভাবের ছেলে ছিলেন মাসুম। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.