কমলগঞ্জের পতনউষারে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৪টায় পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ও পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, কমলগঞ্জ-শ্রীমঙ্গলের মাঠি ও মানুষের নেতা আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন। এছাড়া জেলা বিএনপির সদস্য দরুদ আহমদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
সভায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভাটি ছিল প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক। এতে বক্তারা দলের আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।















