মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনউষার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শরীষাতলা বাজার হতে পশ্চিম দিকে মধ্য শ্রীসূর্য নতুন রাস্তা পর্যন্ত ওসমানগড় প্রাথমিক বিদ্যালযয়ে প্রায় ৬০০ ফুট নতুন সড়ক নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।
‘কাবিখা’ ও ‘টি.আর’ প্রকল্পের অর্থায়নে এবং ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় নির্মিত এই সড়কের কাজ শেষ হয়। গত ২৫ এপ্রিল নির্মাণ কাজের উদ্বোধন করেন ২নং পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান। এসময় উপস্থিত ছিলেন ২নং পতনউষার ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য তুয়াবুর রহমান তবারক।
আজ (২২ মে) বিকেল ০২টায় সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন ২নং পতনউষার ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম খান। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিনের প্রতীক্ষিত এই সড়কটি এলাকাবাসীর চলাচলে সুবিধা এনে দেবে এবং ছাত্র-ছাত্রীদের স্কুলে আসা-যাওয়া সুবিধা হবে। পাশাপাশি যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.