এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রমিক ইউনিয়ন (চট্ট-২৩৫৯) এর অন্তর্ভুক্ত পতনঊষার ইউনিট সিএনজি অটোরিকশা ও অটো টেম্পু চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পতনঊষার ইউনিয়ন পরিষদের হলরুমে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ১১টি পদে প্রার্থিতা জমা পড়ে। এর মধ্যে ৭টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন। বাকি ৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯ জন প্রার্থী। মোট ১৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিকেল ৪টায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আহ্বায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলে সভাপতি পদে তাজুল ইসলাম (প্রতীক: ছাতা) ৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে কামাল মিয়া (প্রতীক: মোরগ) ৭০ ভোট পেয়ে বিজয়ী হন।
অন্যান্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি: গিয়াস উদ্দিন (প্রতীক: বাইসাইকেল) – ৮৪ ভোট, অর্থ সম্পাদক: খালেদুর রহমান (প্রতীক: তালা-চাবি) – ১০৮ ভোট
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন— সহসাধারণ সম্পাদক পদে সুন্দর মিয়া, সাংগঠনিক সম্পাদক তেরা মিয়া, প্রচার সম্পাদক আবুল মিয়া, দপ্তর সম্পাদক রোপন মিয়া এবং সদস্য পদে জয়দর আলী, শিপন মিয়া ও হুসাইন আহমদ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শওকত আহমদ। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন টিপুল আলী ও সাকিব আহমদ খান। প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমরান আলী। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় শ্রমিকদের মধ্যে সন্তোষ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.