এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে এবং আন্তর্জাতিক মানবিক সংগঠন ‘ইটারনেল গিভিং’-এর সহযোগিতায় উপজেলার ২৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এসব টিউবওয়েল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবক আহসান কবির চৌধুরী (রিপন)।
বক্তারা বলেন, বিশুদ্ধ পানির সংকট নিরসনে এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। প্রবাসীদের এমন মানবিক সহায়তা সমাজের পিছিয়ে থাকা মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘ইটারনেল গিভিং’-এর অর্থায়ন এবং প্রেসক্লাবের ব্যবস্থাপনায় যাচাই–বাছাই শেষে প্রকৃতই অসহায় ও দুস্থ এমন ২৫টি পরিবারকে এ সহায়তা দেয়া হয়েছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.