কমলগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাই ও তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখার প্রার্থী মনোনয়নের জন্য পীর সাহেব চরমোনাইর নির্দেশে মৌলভীবাজারের কমলগঞ্জে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের জন্য ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাই ও তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯জুন) বিকেলে দলটির কমলগঞ্জ কার্যালয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাই ও তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোস্তাক আহমদ সাহেবের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নোমান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয়) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাওলানা জিল্লুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা সেক্রেটারি ডা এবাদুর রহমান জেলা সহ-সেক্রেটারি আইয়ুব আলী , জেলা অর্থ সম্পাদক কাজী মোহাম্মদ সালিক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা সভাপতি মো.হাফিজুর রহমান প্রমূখ।


















