কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে কিশোরদের মধ্যে নামাজে আগ্রহ সৃষ্টি করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্থানীয় সংগঠন আল ইনসাফ ইসলামী যুব সংঘ।
সংগঠনটি ৭ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের নিয়ে আয়োজন করেছে “৪০দিন নামাজ প্রতিযোগিতা”। এই কর্মসূচি শুরুর পর থেকেই শ্রীপুর গ্রামের কিশোর ও শিশুরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করছে। মসজিদজুড়ে এখন এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
এ উদ্যোগে এলাকাবাসী ও অভিভাবকদের পাশাপাশি প্রবাসীরাও প্রশংসা জানিয়েছেন। কানাডা প্রবাসী শ্রীপুরের সন্তান এম এ মুত্তালিব বক্ত প্রথম পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়াও আরও বেশ কয়েকজন প্রবাসী পুরস্কার প্রদানের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।
আল ইনসাফ ইসলামী যুব সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা পুরো ৪০ দিন জামাতে নামাজ আদায় করবেন, তাদের সবাইকে পুরস্কৃত করা হবে। এছাড়া যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হবে।
স্থানীয়রা বলছেন, এ ধরনের উদ্যোগে এলাকার কিশোররা যেমন নামাজে আগ্রহী হচ্ছে, তেমনি সমাজে বাড়ছে ধর্মীয় চেতনা, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.