প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রেপ্রেনিউরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫’।
সোমবার (৩০ জুন) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই কংগ্রেসের প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশারফ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজারের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন। উপস্থিত ছিলেন ২নং পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়। আলোচনায় অংশগ্রহণ করেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক আশরাফুজ্জামান সাওন, কৃষক প্রতিনিধি আব্দুল মতিন, রঞ্জন সিংহ, সালাউদ্দিন শুভ, সৈয়দ নামজুল হাসান মিটু এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার হাবিবুর রহমান, উপজেলা সমবায় অফিসার ছালিক আহমদ ভূঁইয়া প্রমুখ।
কংগ্রেসে ১শ’ জনের বেশি সদস্য অংশগ্রহণ করেন, যাদের মধ্যে কৃষক, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিত্ব ছিল।
অনুষ্ঠানে পার্টনার প্রকল্পের আওতায় কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও পরিবেশগত স্থিতিশীলতা বিষয়ে আলোচনা হয় এবং স্থানীয় কৃষকদের অংশগ্রহণে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরা হয়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.