কমলগঞ্জে গলাকাটা লাশের রহস্য উন্মোচন, খুনি আপন ভাই

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কমলগঞ্জে বড় ভাই আব্দুর রহিম রাফি (২৪) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত নিহতের ছোট ভাই রানাকে (ছদ্মনাম) গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত দা এবং রক্তমাখা লুঙ্গি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৯ আগস্ট কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘরে গলাকেটে হত্যা করা হয় রাফিকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। এলাকাবাসীর বক্তব্য, গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে সন্দেহভাজন হিসেবে ছোট ভাই রানাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে রানা স্বীকার করে, ৮ আগস্ট রাতে বড় ভাইয়ের কাছে ৫০০ টাকা চেয়ে না পেয়ে গালিগালাজ শোনায় ক্ষুব্ধ হয়। পরের দিন সকাল ৭টার দিকে মা ও ভাবী বাড়িতে না থাকায় সুযোগ নেয়। রাফি ঘুমিয়ে থাকায় খাটের নিচ থেকে ধারালো দা বের করে ঘাড়ে উপর্যুপরি কোপ মেরে হত্যা করে। পরে দা ধুয়ে পরিষ্কার করে এবং রক্তমাখা লুঙ্গি খাটের নিচে লুকিয়ে রাখে।
তবে শুধু টাকার বিষয় নয়, পারিবারিক অশান্তি, মাদ্রাসায় পড়াশোনায় অনীহা, এবং ভাইয়ের শাসনের প্রতি বিরূপ মনোভাবও হত্যার কারণ বলে জানা গেছে। নিহতের পরিবারের অমতে বিয়েও পারিবারিক টানাপোড়েনের আরেকটি কারণ ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা জানান, নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
















