কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামে নামাজের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে মোস্তাকিম মিয়া (২২) নামের এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত মোস্তাকিম একই গ্রামের আব্দুল হান্নানের পুত্র।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে রহিমপুর এলাকার বাজার মসজিদের সামনে জাহিদ, নাফি ও হুমায়ুনকে এশার নামাজে আসার দাওয়াত দেন মোস্তাকিম। এসময় অভিযুক্তরা দাওয়াত শুনে তাকে বিভিন্ন বাজে কথা বলে উপহাস করে। পরে মোস্তাকিম এশার নামাজ আদায় করে মুন্সিবাজারে বাজার করতে গেলে পুনরায় অভিযুক্তরা তার সামনে পড়ে তাকে অশালীন ভাষায় গালাগাল করে।
ঘটনার রাত একই দিন আনুমানিক রাত ১০টা ১০ মিনিটের দিকে বাজার থেকে বাড়ি ফেরার সময় রহিমপুর সাকিনস্থ বাজার মসজিদের দক্ষিণ পাশের চৌমুহনীতে পৌঁছালে জাহিদ, নাফি ও হুমায়ুন মোস্তাকিমের ওপর হামলা চালায়। তারা ইট ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় মোস্তাকিম মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় তিনজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন— ১. জাহিদ মিয়া (২০), পিতা: আব্দুল জলিল, ২. নাফি মিয়া (২১), পিতা: আদর মিয়া, ৩. হুমায়ুন মিয়া (২০), পিতা: ইয়াছিন মিয়া
—সকলেই উবাহাটা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য আদর আলী জানান, “খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে আহত মোস্তাকিমের খোঁজখবর নিয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।"
পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.