এহিয়া আহমদ রাফি, নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ:
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ও সড়ক নিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নিসচা কমলগঞ্জের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মো. আব্দুস সালাম। তিনি লিখিত আকারে মাসব্যাপী কর্মসূচি পাঠ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিসচা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, পৃষ্ঠপোষক সৈয়দ মোহাম্মদ আব্দুল হাকীম তাহমী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস কে নাহিদ, আবু বক্কর, সাংবাদিক মুক্তাদির আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—
*স্কুল ও কলেজে সড়ক নিরাপত্তা ক্লাস ও সচেতনতা ক্যাম্পেইন
*হেলমেট ও সিটবেল্ট ব্যবহার উৎসাহিতকরণ
*পোস্টার-ব্যানার ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা
*রাজনীতিবিদ, সুশীল সমাজ ও ছাত্র সংগঠনের সঙ্গে মতবিনিময়
*ড্রাইভার-যাত্রী সংলাপ টকশো ও ট্রাফিক আইন মানার বিশেষ অভিযান
*দুর্ঘটনার কারণ ও সমাধান বিষয়ক গবেষণা সেমিনার
*ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস যাচাই ক্যাম্প
*নিরাপদ সড়ক কুইজ প্রতিযোগিতা ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম
*ঝুঁকিপূর্ণ মোড়ে সাইনবোর্ড ও রিফ্লেক্টর স্থাপন
*জাতীয় র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল
*ড্রাইভারদের ফ্রি হেলথ চেকআপ, স্মৃতি পদক প্রদান ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা
*পূজা মণ্ডপে জনসচেতনতা প্রচারণা, স্বেচ্ছায় রক্তদান, রাস্তার গর্ত ভরাট, ঝোপঝাড় পরিষ্কার ও রাস্তা সংস্কার
নেতৃবৃন্দ জানান, আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী এ কর্মসূচি বাস্তবায়িত হবে। এ সময় তারা কর্মসূচির সফল বাস্তবায়নে কমলগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.