কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি প্রভাবশালী মহলের বাধার কারণে গ্রামীণ সড়কে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেও সমাধান না পেয়ে অবশেষে সংবাদ সম্মেলনে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন মুন্সীবাজার ইউনিয়নের নারায়নক্ষেত্র গ্রামের বাসিন্দা মজির উদ্দিন আহমদ চৌধুরী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৫টায় কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মজির উদ্দিনের কেয়ারটেকার সুরানন্দ কর। তিনি অভিযোগ করেন— নারায়নক্ষেত্র গ্রামের সুয়েব চৌধুরী (ইংল্যান্ড প্রবাসী) ও তার প্রতিনিধি মো. দিলাই মিয়া দীর্ঘদিন ধরে গ্রামের গুরুত্বপূর্ণ একটি যাতায়াত পথ দখলের চেষ্টা করে আসছেন। এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ২৫–৩০টি পরিবার চলাচল করে এবং কৃষিকাজে ব্যবহার করে।
লিখিত বক্তব্যে বলা হয়, সুয়েব চৌধুরীর নির্দেশে দিলাই মিয়া প্রথমে রাস্তার ওপর বাঁশের বেড়া নির্মাণ করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার আশ্বাস দিলেও কোন সমাধান হয়নি। বরং পরবর্তীতে তারা রাস্তার শেষপ্রান্তে মজির উদ্দিনের জমির সামনে পাকা দেয়াল নির্মাণ শুরু করেন। বাধা দেওয়া সত্ত্বেও কাজ বন্ধ না করে এখন একচালা টিনসেড ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, ফলে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
সুরানন্দ কর আরও জানান, গত ১ আগস্ট মজির উদ্দিন কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ রাখতে নির্দেশ দেয়। পরবর্তীতে ৬ সেপ্টেম্বর ইউপি কার্যালয়ে সালিশ বসে। সেখানে কাগজপত্র পর্যালোচনা করে অবৈধ দেয়াল অপসারণ এবং রাস্তা উন্মুক্ত রাখার নির্দেশ দেয়া হয়। এ দায়িত্ব স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দেওয়া হলেও তিনি এখনো তা বাস্তবায়ন করেননি। বরং জায়গায় গাছ লাগিয়ে স্থায়ী বাধা তৈরির চেষ্টা চলছে।
দিলাই মিয়ার বক্তব্য জানতে তাকে একাধিকবার মোবাইলে কল করা হলেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ থানার এএসআই আব্দুল হামিদ বলেন, “বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান সমাধানের দায়িত্ব নিয়েছেন। সুয়েব চৌধুরী দেশে ফেরার পর ফেব্রুয়ারিতে সমাধান করা হতে পারে।”
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, “বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.