এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কমলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৪টায় কমলগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ও ২নং পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য দরুদ আহমদ।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সবসময় সংগ্রাম করে আসছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয় এবং তারা ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.