এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় তেতইগাঁও রশীদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা—৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষকদল, তাঁতীদল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম মনিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের প্রার্থী আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শিক্ষক মো. দুরুদ আহমদ।
সভার যৌথ সঞ্চালনা করেন আদমপুর ইউনিয়নের সহ-সমন্বয়ক আমিনুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ওয়াছিদ মিয়া।
সভায় আরও বক্তব্য দেন—কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক চেয়ারম্যান অলি আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমেদ, যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তাজউদ্দীন আহমদ তাজু। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কেন্দ্রীয়ভাবে ঘোষিত রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন ও সংগঠনের সাংগঠনিক সমন্বয় জোরদার করতেই এ সভার আয়োজন করা হয়। স্থানীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে সভায় চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.