এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) আয়োজিত দু’দিনব্যাপী “বিএমইটি বৃত্তি পরীক্ষা ২০২৫”-এর প্রথম দিনের পরীক্ষা আজ (১০ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষাটি তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সম্পন্ন হয়।
প্রথম দিনে পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসেন কর্নেল সালে আহমেদ, কবি ও সাহিত্যিক আব্দুস সামাদ, ডা. আব্দুল কাইয়ুম, আনোয়ার হোসেন বাবু, নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি বিলকিস বেগম, সোসাইটি অব ন্যাশনাল মিডিয়া কমিশন মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মো. আব্দুস সালামসহ ট্রাস্টের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে এই মেধা বৃত্তি পরীক্ষা নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এর আগে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনিয়মিতভাবে অনুষ্ঠিত হলেও এখন তা ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে গত ২৪ বছর ধরে সংস্থাটি এই মহৎ উদ্যোগ সফলভাবে অব্যাহত রেখেছে।
প্রথম দিনের পরীক্ষায় পঞ্চম শ্রেণির ৭৭ জন, অষ্টম শ্রেণির ৫১ জন ও দশম শ্রেণির ৫৪ জনসহ মোট ১৮২ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিএমইটি বৃত্তি পরীক্ষা ইতোমধ্যে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বস্ত মেধা বৃত্তি পরীক্ষা হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতি বছর মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা আগ্রহভরে এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অপেক্ষা করেন।
পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকাশনা সংস্থা থেকে প্রশ্ন আনা হয় এবং কোডিং পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয়। মূল্যায়ন শেষে প্রতিটি শ্রেণি থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৫ জন করে মোট ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে বাছাই করা হয়।
পরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও এককালীন নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হবে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.