কমলগঞ্জে মাওলানা শেখ নূরে আলম হামিদীর মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী দলের কমলগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীলদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
গতকাল (১৩ জানুয়ারি) কমলগঞ্জ উপজেলা মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলা শাখা সভাপতি মাওলানা জয়নাল আবেদীন শাহেপুরী–এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম–এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল মতিন। এছাড়াও কমলগঞ্জ উপজেলা শাখার সকল নির্বাহী দায়িত্বশীলবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন শাখার প্রতিনিধিবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় মাওলানা শেখ নূরে আলম হামিদী তাঁর বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে খেলাফত মজলিসের নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করতে দলীয়ভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইসাথে তিনি ১১ দলীয় জোটের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় নির্বাচনী প্রচার-প্রচারণা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন কার্যকরী পরিকল্পনা গ্রহণ করা হয় বলে জানানো হয়।















