মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মুকিত ও তোয়াহির নাম দুই জনকে ৫২ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ গ্রেফতার করা হয়েছে।
গত সোমবার (১৬ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিঠু রায়ের নেতৃত্বে একটি পুলিশ দল রহিমপুর ইউনিয়নের কাঁঠালতলী সাকিনস্থ পরখানালা ব্রিজের পূর্ব পাশে কৌশলে অবস্থান নেয়। পরে একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা ২৬০ কার্টনে ৫২ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা।
আটককৃতরা হলেন— কমলগঞ্জ উপজেলার টিলাগড় গ্রামের মুকিত মিয়া (৪৮) এবং কুলাউড়া উপজেলার মনোহরপুর গ্রামের তোয়াহির মিয়া (৪৭)।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, আটক ব্যক্তিরা কুলাউড়া থানা এলাকা থেকে নিষিদ্ধ সিগারেটগুলো বহন করে মৌলভীবাজার শহরের দিকে নিয়ে যাচ্ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.