এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে সিলেটগামী বিআরটিসি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন এই রুট চালুর মাধ্যমে দীর্ঘদিনের যাত্রী ভোগান্তির অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
রবিবার (২ নভেম্বর) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুল কবির, জামায়াত মনোনীত কমলগঞ্জ-শ্রীমঙ্গল সংসদীয় আসনের প্রার্থী এডভোকেট মো. আব্দুর রব, বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. আবুল হোসেন, এবং জামায়াতে ইসলামী উপজেলা আমীর প্রিন্সিপাল মো. মাসুক মিয়া।
এছাড়াও মাওলানা বাহার আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কমলগঞ্জ থেকে সরাসরি সিলেট পর্যন্ত সরকারি বিআরটিসি বাস সার্ভিস চালু হওয়ায় সাধারণ জনগণের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে। এতে উপজেলার মানুষ সিলেট শহর ও আশপাশের এলাকায় সহজে যোগাযোগ করতে পারবে, যা স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.