কমলগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন

এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী ১৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন কমিশনের সদস্য মো. সেলিম উদ্দিন ও মো. আল আমিন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রার্থীদের প্রতীক ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১ নভেম্বর প্রেসক্লাবের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে এম. এ. ওয়াহিদ রুলু পেয়েছেন ‘মোটরসাইকেল’ প্রতীক এবং আশহাবুজ্জামান শাওন পেয়েছেন ‘দোয়াত-কলম’ প্রতীক।
সহ-সভাপতি পদে মো. আব্দুল মোক্তাদির পেয়েছেন ‘ছাতা’, পিন্টু দেবনাথ ‘বাইসাইকেল’ এবং সালাউদ্দিন শুভ পেয়েছেন ‘বালতি’ প্রতীক।
সাধারণ সম্পাদক পদে আহমেদুজ্জামান আলম পেয়েছেন ‘চেয়ার’ প্রতীক, আর আব্দুল হাই ইদ্রিসী পেয়েছেন ‘আনারস’ প্রতীক।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন— পারভেজ আহমেদ (চশমা), আহাদ মিয়া (তালা) ও মোনায়েম খান (মই)।
প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে আলমগীর হোসেন (মাইক) এবং রাজু দত্ত (টেবিল মার্কা) প্রতীক পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্বজিৎ রায় (ক্যামেরা), সাব্বির এলাহী (টেলিভিশন), প্রনিথ রঞ্জন দেবনাথ (আম), মোস্তাফিজুর রহমান (টেলিফোন) এবং শামীম তালুকদার (গোলাপ ফুল)।
অন্যদিকে, অর্থ ও প্রচার সম্পাদক পদে রুহুল ইসলাম হৃদয় এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. কামরুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের সদস্য মো. সেলিম উদ্দিন বলেন, “আমরা একটি সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামী ১ নভেম্বর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশা করছি।”
প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন। নির্বাচনী উচ্ছ্বাসে সরগরম হয়ে উঠেছে কমলগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণ।



















