আহমেদ নাজিম, স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার (৩০নভেম্বর) দুপুর ২টায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অবসর গ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালাহ উদ্দিন (গাজী) এবং বদলিজনিত কারণে বিদায় নেন সহকারী শিক্ষক মোছাঃ নাহিদা আক্তার চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সমরেন্দ্র সেন গুপ্ত বুলবুল। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব নজরুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব এনামুর রহিম বাবর, উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আয়ুব আলী এবং জনাব আব্দুস সালাম, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ শাখা।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, বর্তমান ও প্রাক্তন শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীসহ বহু গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক সালাহ উদ্দিন (গাজী)-এর দীর্ঘ কর্মজীবনে প্রদর্শিত নিষ্ঠা, দায়িত্ববোধ ও বিদ্যালয়ের উন্নয়নে তাঁর উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি সহকারী শিক্ষক নাহিদা আক্তার চৌধুরীর আন্তরিকতা, শিক্ষার্থীদের প্রতি মমতা এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর ভূমিকারও বিশেষ প্রশংসা করেন বক্তারা।
বিদায় বক্তৃতায় প্রধান শিক্ষক সালাহ উদ্দিন গাজী বলেন,
“এই বিদ্যালয় আমার জীবনের অংশ হয়ে ছিল। শিক্ষার্থীদের সাফল্যই ছিল আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
সহকারী শিক্ষক নাহিদা আক্তার চৌধুরী বলেন,
“এ বিদ্যালয়ে কাটানো সময় আমার জীবনের মূল্যবান স্মৃতি হয়ে থাকবে। সবাইকে পাশে পেয়েছি, এটাই সবচেয়ে বড় শক্তি।”
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিদায়ী দুই শিক্ষককে ক্রেস্ট ও স্মারক উপহার প্রদান করা হয়। অতিথি ও উপস্থিত সবাই তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল ভবিষ্যৎ কামনা করেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.