স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদে বদলিজনিত বিদায় এবং নবাগত কর্মকর্তাদের বরণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব।
অনুষ্ঠানে বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা অরুণ কুমার দত্ত এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তন্ময় পুরকায়স্থ–কে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করা হয়। একই সঙ্গে নবাগত প্রশাসনিক কর্মকর্তা এবং নবনিযুক্ত কম্পিউটার অপারেটরকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দায়িত্ব পালনকালে প্রশাসনিক কর্মকর্তা অরুণ কুমার দত্ত সততা, নিষ্ঠা, কর্মতৎপরতা এবং বিনয়ের মাধ্যমে ইউনিয়নের সার্বিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছিলেন। তিনি পরিষদের সদস্য, স্টাফ এবং সাধারণ মানুষের মাঝে আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।
হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তন্ময় পুরকায়স্থ সম্পর্কে বক্তারা বলেন, তিনি ছিলেন সহজ-সরল, বিনয়ী ও দায়িত্বশীল কর্মী। তার অমায়িক আচরণ এবং ভদ্রতা সহকর্মীদের মাঝে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। তার বিদায়ে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শেষে বিদায়ী দুই কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিজীবনের সফলতা কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.