কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৩টায় শহরের একটি স্থানীয় হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি এম. আব্দুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হেলাল আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন। তিনি বলেন, “গণঅধিকার পরিষদ জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করছে। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে এই সংগঠন আগামী দিনে দেশে ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনের পথে অগ্রসর হবে।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ও মৌলভীবাজার-রাজনগর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অপু রায়হান। তিনি বলেন, “আমরা জনগণের অধিকার রক্ষার জন্য কাজ করছি। গণঅধিকার পরিষদ দেশের তরুণদের স্বপ্নের সংগঠন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়েই আমরা মাঠে থাকব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিপন, সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মখলিছুর রহমান, নবীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আইয়ুব আলী প্রমুখ।
এসময় বক্তারা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে প্রবাসী অধিকার পরিষদের সহ-রাজনৈতিক বিষয়ক সম্পাদক এবং কুলাউড়ার কৃতি সন্তান জননেতা খন্দকার সাইদুজ্জামান সুমন প্রার্থী হবেন। বক্তারা তাঁর জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা গণঅধিকার পরিষদের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.