মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দুই কিশোর ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (৯ জুন) সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের বাবনিয়া-হাশিমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে কুলাউড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, কুলাউড়া সদর ইউনিয়নের শংকরপুর গ্রামের মাহতাব মিয়ার ছেলে জুবেল মিয়া (১৯) এবং পশ্চিম মিনার মহল এলাকার আজাদ মিয়ার ছেলে শাকিল মিয়া (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৮ জুন) রাতে সদর ইউনিয়নের বালিচিরি গ্রামের নবীন্দ্র করের কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় ওই দুই যুবক। পরে স্থানীয়রা তাদের গতিবিধি নজরে রেখে রাত আনুমানিক ৩টার দিকে বাবনিয়া-হাশিমপুর পয়েন্টে আটক করে। এরপর পুলিশকে জানালে কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে।
আটককৃতদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.