মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামে নিখোঁজের তিন দিন পর নাসিফা জান্নাত আনজুম (১৫) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ জুন) সকালে স্থানীয় কোচিং সেন্টারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল আনজুম। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে তার মা নাসিমা আক্তার কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শনিবার (১৪ জুন) বিকাল ৫টা ৪০ মিনিটে বাড়ির পাশে কবরস্থানের লাগোয়া একটি পুকুরে আনজুমার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
নিহত আনজুম শেরপুর গ্রামের আব্দুল খালিকের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির (নিউ টেন) ছাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, মেয়েটিকে অন্য কোথাও হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, লাশ উদ্ধারের পর প্রাথমিক তদন্ত ও প্রমাণ সংগ্রহের কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.