মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় পারিবারিক কলহের জেরে দিনদুপুরে ছুরিকাঘাতে খুন হয়েছেন শাহীন আহমেদ (২৭)। গত শুক্রবার (৩০ মে) দুপুরে দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহীন আহমেদ জয়পাশা এলাকার ইসহাক আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং একসময় অটোরিকশা চালাতেন। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের বাসিন্দা দিনমজুর আব্দুল হান্নান বিয়ের পর জয়পাশা কলোনীতে ভাড়া বাসায় স্ত্রী নিয়ে বসবাস করতেন। বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। এমনকি স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন হান্নান। বিষয়টি নিয়ে স্থানীয়দের কাছে বিচারপ্রার্থী হন হান্নানের স্ত্রী। একপর্যায়ে গত ২৮ মে নির্যাতনের বিষয়টি জয়পাশার বাসিন্দা শাহীন আহমদকে জানান হান্নানের স্ত্রী। শাহীন এ ব্যাপারে হান্নানের কাছে জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহীন হান্নানের গালে একটি থাপ্পড় মারেন। এ ঘটনায় হান্নান ক্ষিপ্ত হয়ে শাহীনকে দেখে নেওয়ার হুমকি দেন।
এই বিরোধের জেরে শুক্রবার দুপুরে দক্ষিণ বাজার এলাকায় হান্নান ছুরি দিয়ে শাহীনকে আঘাত করে পালিয়ে যান। আহত শাহীনকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শাহীনের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আসামি হান্নানের পিতাকে আটক করে থানায় আনা হয়েছে। হত্যাকারী হান্নানকে গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম অভিযান অব্যাহত রেখেছে
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.