মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পারিবারিক পূর্ব বিরোধের জেরে শাহীন আহমেদ (২৫) নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে গত শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় ঘটে। নিহত শাহীন জয়পাশা এলাকার বাসিন্দা ইছাহাক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণবাজার এলাকায় এক দম্পতির পারিবারিক কলহের মধ্যে শাহীন হস্তক্ষেপ করলে অভিযুক্ত আব্দুল হান্নান (৩৫) ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা নং-২৯, তারিখ ৩০/০৫/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী মামলা দায়ের করা হয়।
অভিযুক্ত আব্দুল হান্নান, সাকিন বড়লেখা থানার গঙ্গারজল, এলাকা হাংসাং কুলাউড়া উপজেলার দক্ষিণ জয়পাশা (ছোরফান মিয়ার ভাড়াবাসা) নিবাসি ধলা মিয়ার ছেলে।
উল্লেখ্য যে, উক্ত ঘটনায় অভিযুক্ত আব্দুল হান্নান আজ স্বেচ্ছায় বড়লেখা থানায় আত্মসমর্পণ করলে তাকে গ্রেফতার করা হয়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.