মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অপরজন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
গতকাল সোমবার (৯জুন) উপজেলার পৃথক পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়।
প্রথম ঘটনাটি ঘটে বিকেলে জয়চণ্ডী ইউনিয়নের ক্লিভডন চা বাগানে। সেখানে বিদ্যুতের কাটআউট লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রাজু পাশী নামে একজন যুবক (২৭)। তিনি ঐ এলাকার উমা পাশীর ছেলে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করে।
অপরদিকে, সন্ধ্যায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের আমূলি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় লিপি বেগম (৩৫) নামে এক নারীকে ধাক্কা দেয় একটি বেপরোয়া অ্যাম্বুলেন্স। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরিবারসূত্রে জানা যায় লিপি বেগম রাজনগর উপজেলার টেংরাবাজার এলাকার বাসিন্দা এবং ঈদ উপলক্ষে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, লিপির মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.