কুলাউড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের অভিষেক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:
বাংলাদেশ খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা উত্তর ও পৌর শাখার নবগঠিত কমিটির অভিষেক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১আগস্ট) বিকেলে কুলাউড়া পৌর হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা উত্তর শাখার সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফাজ্জল করিম।
অভিষেক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—জেলা সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা সভাপতি মাওলানা ইউনুস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হিফজুর রহমান হেলাল রাজনগরী, জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাইখুল হাদীস মাওলানা আবুল কালাম আজাদ।
এছাড়া জামাতে ইসলামীর উপজেলা আমীর মুন্তাজিম আহমদ ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ চৌধুরী, আঞ্জুমানে আল ইসলাহ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী ফয়লুল হক খান সাহেদ, খেলাফত মজলিস উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা রফিকুর রহমান, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আহমদ হোসাইনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন— কুলাউড়া উপজেলা উত্তর শাখা, পৌর শাখা ও বিভিন্ন ইউনিট শাখার দায়িত্বশীল নেতা-কর্মী, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে রিকশা মার্কার সমর্থনে একটি বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
















