স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কুলাউড়া পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিড়িসহ ১জন, নিয়মিত মামলায় ২ জন এবং বিভিন্ন মামলার সাজাসহ ১১জন ওয়ারেন্টভুক্ত আসামীসহ সর্বমোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার বিশেষ অভিযানে রজব আলী (৪৫) নামে এক ব্যক্তিকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৬৫ হাজার শলাকা বিড়িসহ গ্রেফতার করা হয়।
এছাড়া পৃথক অভিযানে দুটি মামলায় (জিআর-২০২/২১ ও জিআর ৪৮/২০) ১ বছর করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী শিপাউর রহমান শিপনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত মামলাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়।
তারা হলেন, সিআর–১৩০/২০২৫(কুলা) এর ওয়ারেন্ট ভুক্ত আসামী খোদেজা বেগম, সিআর–১৩০/২০২৫(কুলা) এর ওয়ারেন্ট ভুক্ত আসামী সাইফুর রহমান,
সিআর–১৩০/২০২৫(কুলা) এর ওয়ারেন্ট ভুক্ত আসামী আলতাবুর রহমান, বিদ্যুৎ সিআর ৫৯৬/২৪ এর ওয়ারেন্টভুক্ত আসামী এর রিপন উদ্দিন, বিদ্যুৎ সিআর ৩৯৪/২৪ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী ফয়জুর রহমান, নারী ও শিশু ১৪৭/২৫ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী হরিবল রিকমন, বিদ্যুৎ সিআর ৪২০/২৩ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী ছিদ্দিকুর রহমান, বিদ্যুৎ সিআর ৪১৩/২৫ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী রাজা মিয়া, বিদ্যুৎ সিআর ১১৮৬/২২ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী ময়ুর আহমদ, সিআর-৪১৩/২৩(কুলা) এর ওয়ারেন্ট ভুক্ত আলাল মিয়া, কুলাউড়া থানার মামলা নং-২৪(১০)২৫ এর এজাহারনামীয় আসামী শ্রাবন আহামেদ, কুলাউড়া থানার মামলা নং-১৬(১০)২৫ এর আসামী মোঃ কয়ছর খানসহ সকল আসামিকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.