নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:
মৌলভীবাজারের কুলাউড়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুলাউড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে কুলাউড়া থানা পুলিশ।
সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। তিনি বলেন,
“দুর্গোৎসবকে কেন্দ্র করে গুজব রটানো হতে পারে। এসব গুজবে কান না দিয়ে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন। কোনো অপপ্রচার বা উসকানি দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে হবে। গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে।”
পুলিশ সুপার আরও বলেন, “পূজামণ্ডপের নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, আনসার ও পুলিশের সমন্বিত টহল থাকবে। এবারের দুর্গোৎসবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা এ উৎসব ভণ্ডুল করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।”
অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক।
সভায় আরও বক্তব্য রাখেন—মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট এ.এন.এম. আবেদ রাজা, উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুলাউড়া উপজেলার আহ্বায়ক বিধান চন্দ্র দেব, পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সৌম্য মিত্র, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুর রহমান ও এম. শাকিল রশীদ চৌধুরী প্রমুখ।
এছাড়া পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিদের মধ্যে প্রদীপ কান্ত দত্ত, অসিত দাস রিংকু, অমিত দেব, জগদীশ প্রসাদ কানু, প্রফুল্ল পাল, অনন্ত কুমার দাস, নিপেন্দ্র পাল ও পূর্ণেন্দু দত্তসহ অনেকে মতামত ব্যক্ত করেন।
প্রায় ৪৫০-৫০০ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে সভায় বক্তারা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.