আব্দুল বাছিত (আশহাবী), কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্ত্রীর উপর অভিমান করে আশিক মিয়া (৩২) নামের এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল আনুমানিক ৫টায় আখাউড়া-সিলেট রেল সেকশনের টিলাগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে রবিরবাজার লেভেল ক্রসিংয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আশিক মিয়া কুলাউড়া উপজেলার পৃথিপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের মখলিছ মিয়ার ছেলে।
ঘটনার আগে আশিক মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন, যেখানে তিনি স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যার সিদ্ধান্তের কথা জানান। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে উত্তজেনা সৃষ্টি করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, ঘটনাটি রেলওয়ে থানার আওতাধীন এলাকায় ঘটেছে, তাই রেলওয়ে পুলিশ বিষয়টি তদন্ত করবে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম তালুকদার বলেন, আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং তদন্ত চলছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.