কুলাউড়ায় ৪০ দিনব্যাপী নামাজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা আগামীকাল

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইসলামি যুব সংঘের উদ্যোগে ৪০ দিনব্যাপী নিয়মিত নামাজ পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই মহতী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানটি আগামীকাল (২৫ জুলাই) বিকাল ৩টায় কাদিপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কাদিপুর জামে মসজিদের খতিব ও মুতাওয়াল্লী আলহাজ্ব শাহীন আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুলাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান এবং কাদিপুর ইউনিয়নের কৃষি কর্মকর্তা ও প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী, লেখক ও আলোচক হাফেজ মাওলানা জুবায়ের আহমদ তাশরীফ।
আয়োজক কমিটির অন্যতম দায়িত্বশীল ও কাদিপুর জামে মসজিদের ইমাম-খতিব মাওলানা জুবায়ের আহমদ জুবেল জানান, প্রতিবারের মতো এবারও কাদিপুর ইসলামি যুব সংঘের উদ্যোগে ৪০ দিনব্যাপী নিয়মিত নামাজ পড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুধু পুরস্কার বিতরণ নয়, এলাকার তরুণদের নামাজে আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।
তিনি আরও জানান, এ আয়োজন করতে গিয়ে কাদিপুর ইসলামি যুব সংঘের দায়িত্বশীলরা অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের পরিশ্রমেই আগামীকাল সমাপনী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে এলাকার সকল মুসলিম ভাই ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি কামনা করছি।
















