মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ জুন) শরীফপুর ইউনিয়নের হাজিগঞ্জ আমতলা বাজারে ইউনিয়ন জমিয়তের সভাপতি ও তেলিবিল এহইয়া উলূম মাদরাসার শিক্ষাসচিব মাওলানা ইসহাক আহমদের সভাপতিত্বে ও ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা বাহাউল ইসলাম ইকবাল ও সেক্রেটারি মাওলানা আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীবাজার দারুল হাদিস মাদরাসার শায়খুল হাদীস ও লালারচক মাদরাসার প্রিন্সিপাল মুফতি আশরাফুল হক, দক্ষিণকাছ মাদরাসা সিলেটের মুহাদ্দিস মুফতি শামছুল ইসলাম, শমশেরনগর এয়ারপোর্ট জামে মসজিদের খতিব মুফতি সাইফুর রহমান, শামীমাবাদ মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হাকীম ক্বাসিমী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রয়োজন হল দ্বীনদার, সৎ ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠা। ইউনিয়ন পর্যায়ে আলেমদের নেতৃত্ব জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন।
তারা আরও বলেন, জমিয়তের আদর্শে বিশ্বাসী এমন একজন প্রার্থীকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে, যিনি ইসলামী মূল্যবোধে দৃঢ় এবং জনগণের কাছে গ্রহণযোগ্য।
সভা শেষে কাতার প্রবাসী জমিয়ত নেতা মাওলানা বেলাল আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
নেতৃবৃন্দ মনে করেন, এই পুনর্মিলনী ও সভা জমিয়তের রাজনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, স্থানীয় আলেম সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.