কুলাউড়া উপজেলায় জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা

আব্দুল বাছিত (আশহাবী), কুলাউড়া প্রতিনিধি:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা দক্ষিণের আয়োজনে সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ১০নং হাজীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে শাখা সভাপতি মাওলানা শেখ আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহদী হাসানের যৌথ সঞ্চালনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারী।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা জফির উদ্দীন, মৌলভীবাজার জেলা জমিয়তের যুগ্ম সদস্য সচিব মুফতি আশরাফুল হক, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সাবেক সহ সাধারণ সম্পাদক মুফতি সাইফুর রহমান, জেলা জমিয়তের আহবায়ক কমিটির সদস্য মুফতি শিহাব উদ্দীন প্রমুখ।
















