চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সবুজ চা বাগানের পথে এখন বাড়তি শোভা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া ফুল। চা বাগানের প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে কৃষ্ণচূড়ার টকটকে লাল ফুল যেন এক নতুন মাত্রা যোগ করেছে। এ সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ছেন পর্যটকরা। এ দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আশ-পাশ জেলার এমন কি স্থানীয় পর্যটকরাও এ সৌন্দর্য উপভোগ করতে ভীর করঝেন।
প্রতি বছরের এপ্রিল-মে মাসে ভানুগাছ সড়কের বধ্যভূমি ‘৭১ থেকে বিটিআরআই পর্যন্ত সড়কজুড়ে রঙিন হয়ে ওঠে কৃষ্ণচূড়া ফুলে। একইভাবে শ্রীমঙ্গলের কালিঘাট চা বাগান সড়কেও ফুটে ওঠে কৃষ্ণচূড়া। সবুজ চায়ের বাগানের মাঝ দিয়ে আঁকাবাঁকা পথ ধরে ফুটে থাকা এই ফুলের দৃশ্য পথচারী ও পর্যটকদের দিচ্ছে বাড়তি আনন্দ। একই দৃশ্য শহরের অলি-গলি বাসা-বাড়ীতে এবং রাস্তার পাশে।
শহর থেকে ভানুগাছ সড়কে প্রবেশ করতেই বধ্যভূমি ‘৭১ এর সামনে আপনাকে বরণ করে নেবে কৃষ্ণচূড়ার লালচে সৌন্দর্য। শুধু এখানেই নয়, ফিনলে চা বাগান ঘেঁষা কালিঘাট রোডেও ছড়িয়ে রয়েছে এ ফুলের বাহার। প্রতিদিন হাজারো পর্যটক ও স্থানীয় বাসিন্দা চলাচল করছেন এ সড়কগুলো দিয়ে।
বুধবার বিকেলে দেখা যায়, অনেকে এসেছেন কৃষ্ণচূড়ার সৌন্দর্য উপভোগ করতে। কেউ ছবি তুলছেন, কেউ বা মোবাইল ক্যামেরায় বন্দি করছেন সবুজের মাঝে লালচে ফুলের মায়াবী দৃশ্য।
আমিনুল ইসলাম নামের সিলেটের এক ভ্রমন বিলাসী মানুষ জানান, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ মনোরম দৃশ্য দেখে লোভ সামলাতে পারেন নি। তাই নিজের চোখে দেখতে এসেছেন। একই কথা তার সাথে আসা অন্য বন্ধুদের।
গত কয়েক সপ্তাহ ধরে এসব সড়কের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এতে এসব ফুলেল পথে বেড়েছে পর্যটকদের আগমন ও আগ্রহ।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.