কোরবানির হাটে দিশেহারা বিক্রেতারা, কম দামেও নেই আশানুরূপ ক্রেতা

মৌলভীবাজারের দীঘিরপাড় পশুর হাটে এবার কোরবানির ঈদ ঘিরে চিত্র কিছুটা ব্যতিক্রম দেখা গিয়েছে। তুলনামূলকভাবে পশুর দাম কম হলেও, হাটে তেমন ক্রেতার দেখা মিলছে না। বিক্রেতারা হতাশ, কারণ দীর্ঘ পথ পাড়ি দিয়ে পশু নিয়ে এসেও তারা ঠিকমতো ক্রয়-বিক্রয়ের সুবিধা পাচ্ছেন না।
বৃহস্পতিবার (৫জুন) বিকেলে মৌলভীবাজারের দীঘিরপাড় পশুর হাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
স্থানীয় ক্রেতারা বলছেন, এবারে হাটে পশুর সরবরাহ বেশ ভালো এবং দাম তুলনামূলকভাবে কিছুটা কম। তবু কেন জানি হাটে ভিড় নেই আগের মতো। অনেকে মনে করছেন, অর্থনৈতিক টানাপোড়েন এবং মানুষের ক্রয়ক্ষমতার ঘাটতির কারণে পশুর হাটে সেই পুরনো জমজমাট আবহটা অনুপস্থিত।
অনেক বিক্রেতা পশু বিক্রি না হওয়ায় দুশ্চিন্তায়, কেউ কেউ ইতোমধ্যে ক্ষতির হিসাবও কষতে শুরু করেছেন। একাধিক বিক্রেতা জানালেন, “দাম কমিয়েও কাস্টমার ধরতে পারছি না, হাটে লোকজনই কম।”
ক্রেতা-বিক্রেতা দু’পক্ষের মধ্যেই যেন একধরনের দ্বিধা-দ্বন্দ্ব কাজ করছে। ঈদের আগমুহূর্তেও যদি হাটে জমজমাট ভাব না ফেরে, তবে এবার অনেক বিক্রেতার জন্য কোরবানি ঈদ হয়ে উঠতে পারে লোকসানের উৎসব।






















