রাশিয়ার সেনারা বলেছে, দোনেৎস্কের কিছু অঞ্চল দখল করেছে তারা। ইউক্রেনের সেনাবাহিনীর অব্যাহত সফল পাল্টা আক্রমণ চলার মধ্যে এ প্রথম কোনো অঞ্চল দখল করার দাবি করেছে রাশিয়া।
দোনেৎস্কের বিচ্ছিন্নতাবাদী সেনারা বলেছে, ইউক্রেনের দখলে থাকা বাণিজ্যিক শহর বাখমুতের আশপাশের কিছু গ্রাম দখল করেছে তারা। বাখমুতে টানা কয়েক সপ্তাহ ধরে হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।
কয়েকটি গ্রাম দখলের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে দোনেৎস্কের বিচ্ছিন্নতাবাদীর বলেছে, দোনেৎস্ক পিপলস রিপাবলিকের অঞ্চলে, দোনেৎস্ক ও লুহানেস্কের সেনাদের একটি দল, রাশিয়ার সেনাদের সহায়তায় ওত্রাদোভকা, ভেসেলায়া দোলিনা এবং জাতিতসোভোকে স্বাধীন করেছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.