খেলাফত মজলিস ভূনবীর ইউনিয়ন শাখা পুনর্গঠন সম্পন্ন

জুনাইদ আহমদ জুনেদ, বিশেষ প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন খেলাফত মজলিস ভূনবীর ইউনিয়ন শাখার পুনর্গঠন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৫টায় ভূনবীর পশ্চিমপাড়া বায়তুস সালাম পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে এক নির্বাহী বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবনির্বাচিত ইউনিয়ন সভাপতি মো. আহমদ আলির সভাপতিত্বে এবং মাওলানা জুনাইদ আহমদ জুনেদের সঞ্চালনায় প্রথমেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী মাওলানা শামছুল হক।
এতে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা আয়েত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা কাজী শিহাব উদ্দিন ও পৌর শাখা সভাপতি মাওলানা আব্দুল আজিজ আমিনী।
বৈঠকে সর্বসম্মতিক্রমে মো. আহমদ আলীকে সভাপতি ও মাওলানা জুনাইদ আহমদ জুনেদকে সেক্রেটারি করে খেলাফত মজলিস ভূনবীর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সহ-সভাপতি: জনাব মুশাররফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক: ক্বারি মাওলানা আব্দুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক: ক্বারি মাওলানা জসীম উদ্দিন, বায়তুলমাল সম্পাদক: মো. জুবেল মিয়া, নির্বাহী সদস্য:মাওলানা মাসউদুর রহমান, মো. ফিরোজ মিয়া ও ক্বারীজাকির হোসেন প্রমুখ।
নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান পৌর শাখা সভাপতি মাওলানা আব্দুল আজিজ আমিনী। পরিশেষে প্রধান অতিথি মাওলানা আয়েত আলীর দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
















