জনসচেতনতা বাড়াতে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ঐক্য পরিষদের পরিদর্শন

এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম “কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ”-এর সমন্বয়কবৃন্দ মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ ঘুরে দেখেন এবং রোগী ও দর্শনার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক স্টিকার সংযোজন করেন। এ সময় হাসপাতালের সার্বিক পরিবেশ, সেবার মান, পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তারা।
পরিদর্শন শেষে ঐক্য পরিষদের সমন্বয়কবৃন্দ হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। রোগীরা হাসপাতালের সেবার মান ও ওষুধ প্রাপ্তি সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন, যা মনোযোগসহকারে শোনেন পরিষদের সদস্যরা।
পরিষদের নেতৃবৃন্দ জানান, সমাজের সার্বিক উন্নয়ন ও জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তারা ধারাবাহিকভাবে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তাদের এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপজেলা চৌমুহনীতে হাসপাতালের সেবার মান উন্নয়নের দাবিতে ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ হাসপাতালের নবাগত নার্সদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
















